চাঁপাইনবাবগঞ্জসংগঠন সংবাদসংবাদসারা দেশ

শ্রমিকদের আর্থিক সহায়তার পরিধি বাড়ানো হবে

উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবসর) ড. এম সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশনের ফান্ড বৃদ্ধি করে অসুস্থ শ্রমিকদের চিকিৎসা সহায়তা ও শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তির পরিমান আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবসর) ড. এম সাখাওয়াত হোসেন।


শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবসর) ড. এম সাখাওয়াত হোসেন বলেন ফাক্টরি মালিকরা খুবই সামান্য এতে কন্টিবিউট করে, তারপও সবাই যদি দেয় তাহলে এটা আরো আগাবে। আমি চেষ্টা করছি আরো কিভাবে এর পরিধি বাড়ানো যায়।
অনুষ্ঠানে ১৫ জনকে শিক্ষা ও চিকিৎসা সহায়তার চেক তুলে দেন উপদেষ্টা।

এসময় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদসহ অনান্যরা।
এর আগে দুপুরে উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবসর) ড. এম সাখাওয়াত হোসেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় তিনি বন্দরের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করে বন্দরের গতিশীলতা আরো বৃদ্ধির কথা জানান।

Related Articles

Back to top button