চাঁপাইনবাবগঞ্জসংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা শিশু একাডেমি আয়োজনে  ২ অক্টোবর সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আনন্দ শোভাযাত্রা এবং জেলা প্রশাসক একে এম গালিব খান বেলুন উড়িয়ে বিশ্ব শিশু দিবসের উদ্বোধন করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশুদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, জনাব একে এম গালিভ খান, ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো আবুল কালাম সাহিদ ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট  আবদুর সামাদ এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো শফিকুল আলম  সহ বিভিন্ন স্কুলের  শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, আজকে আমরা মেয়েরা বিনামূল্যে বই পায়। আমরা আজকে প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে যার সুফল ভোগ করছি আমরা শিশুরা ।

জেলা প্রসাশক একে এম গালিভ খান বলেন, আমরা চাই যেনও জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী আমাদের যে যতগুলি অধিকার এর কথা বলা হয়েছে সেই সনদে সেই অধিকার গুলি আমরা যেনও রক্ষণাবেক্ষণে এই বাংলাদেশে বাস্তবায় করতে পারি আমাদের শিশুদের জন্য। আমরা সকলেই পর্যবেক্ষণ করি তারা কোনো ভাবে যেকোনো আসক্তি পড়তে যেতে পারে। ইন্টারনেটের প্রতি আসক্তি এখন শিশুদের জন্য মারাত্মক হুমকি। আর এই জেলা বাল্যবিবাহ প্রবল বাল্যবিবাহ ক্ষেত্রে আমরা বলেছি কোথাও কোনো বাল্য বিবাহ হলে সেটি নেওয়া। সেটি ওরগানাইজ করা।

Related Articles

Back to top button