চাঁপাইনবাবগঞ্জসংবাদ

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন ও হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারদন্ড

চাঁপাইনবাবগঞ্জে সেমালী খাতুন নামে এক নারীকে নির্যাতন ও হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে দন্ডিত ২ জনকে ১ লক্ষ টাকা ও ১ জনকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
দন্ডিতরা হল- ভোলাহাটের বালুটুঙ্গী গ্রামের মৃত গামজাদের ছেলে জাক্কার ও মৃত মিয়ারুদ্দীনের ছেলে মুনসুর আলী এবং মুশরীভুজা গ্রামের আব্দুল কারীমের ছেলে মফিদুল। এদের মধ্যে জাক্কার ও মফিদুলকে ১ লক্ষ এবং মুনসুরকে দশ হাজার টাকা জরিমানা করে ট্র্ইাবুনাল। নিহত সেমালী ভোলাহাটের ঘাইবাড়ী গ্রামের এন্তাজ আলীর মেয়ে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বলেন,২০২০ সালের ১৭ আগষ্ট সকালে ভোলাহাটের দলদলি রাঙ্গামাইটা বিলে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন সেমালী। পরদিন সকালে ওই বিলের ধানক্ষেতের ভেতর একটি আমগাছের নীচে তার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় ওইদিন নিহতের মেয়ে শারাবনী বেগম ভোলাহাট থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ভোলাহাট থানার পরিদর্শক আনোয়ার হোসেন ২০২০ সালের ৩১ ডিসেম্বর ওই ৩জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন ।

Related Articles

Back to top button