কৃষিচাঁপাইনবাবগঞ্জ

বোরো ধান চাষে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস

বোরো ধান চাষে পানি সাশ্রয়ী এ-ডব্লিউ-ডি সেচ প্রযুক্তি সম্প্রসারনে চাঁপাইনবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের দৃষ্টিনন্দন পার্কে মঙ্গলবার দিনব্যাপি এ আয়োজনে কৃষক সংঠনের নেতৃবৃন্দ ও শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পারভেজ আলী, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী সঞ্জয় কুমার সরকার, প্রকল্প কর্মকর্তা আফজাল হোসেন, বাংলাদেশ সংযুক্ত কৃষক সমিতির সভাপতি আবু বাক্কারসহ অনান্যরা।


বক্তরা বলেন, এককেজি ধান ফলাতে তিন থেকে সাড়ে তিন হাজার লিটার পানি আমরা কৃষকরা ব্যবহার করছি, যা পানির অপচয়। পানির অপচয় রোধে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ব্যবহারে কৃষকদের বোঝাতে হবে। বোরো ধান চাষে পানি সাশ্রয়ী এ-ডব্লিউ-ডি সেচ পদ্ধতিতে অনুসরণ করলে ধান চাষ করলে অন্তত ৩-৫ টি সেচ কম প্রয়োজন পড়ে এতে একদিকে ধান চাষের খরচ কমে আসে, অন্যদিকে ফলনও ভালো হয়।


এইচ এস বি সি ব্যাংকের অর্থায়নে এ মাঠ দিবসের আয়োজন করে উন্নয়ন সংস্থা সাফ বাংলাদেশ ও ডাসকো ফাউন্ডেশন।

Related Articles

Back to top button