শিবগঞ্জের কৃতি চিকিৎসক ডা. নজরুল ইসলামের মৃত্যু
শিবগঞ্জের কৃতি চিকিৎসক ডা. নজরুল ইসলামের মৃত্যু
শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর মোড়ল পাড়ার কৃতি সন্তান ও বিশিষ্ট হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলাম (অবসরপ্রাপ্ত মেজর) আর নেই। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডা. নজরুল ইসলাম দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে চিকিৎসা কর্মকর্তার দায়িত্ব পালন করেন। অবসরের পর তিনি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় হৃদরোগ ও মেডিসিনের জনপ্রিয় বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। তাঁর আন্তরিকতা, বিনয়ী আচরণ ও হাসিমুখে রোগীদের সেবা দেওয়ার জন্য তিনি এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় একজন মানুষ।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক সমাজ, সহকর্মী, আত্মীয়-স্বজন এবং এলাকার সাধারণ মানুষের মাঝে। ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করে অনেকেই বলেছেন, তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ এবং যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়াতেন।
ডা. নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অনেকে।