চাঁপাইনবাবগঞ্জ

আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। সভায় নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সালসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনের কেন্দ্রীয় শহীদ মিনারে
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সবাই। তবে এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, প্রতিষ্ঠান ও সংগঠন পর্যায়ে সর্বচ্চো ৫ জন করে শহীন মিনারে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Back to top button