বাংলাদেশ স্কাউটস দিবস পালন
স্কাউটিং করবো স্মার্ট বাংলাদেশ গড়বো, এ প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে, বাংলাদেশ স্কাউটস দিবস। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস কার্যালয়ে স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচী। এতে প্রধান স্কাউট ব্যাক্তিত্ব ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী।
পরে স্কাউটস সদস্যরা অংশগ্রহনে হয় স্কাউটস ওন। এতে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর সহ সভাপতি মুসফিকুর রহমান,সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার কেএএম মাহফুজুর রহমান, সদর উপজেলা শাখার সম্পাদক গোলাম সারোয়ারসহ অনান্যরা।
স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশে শুরু হয় স্কাউট আন্দোলন। বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটি গতবছর থেকে ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউট দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়। এবার সারাদেশে দ্বিতীয় পারের মত পালিত হচ্ছে দিবসটি।
এদিকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও কাব সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠান পরিছন্ন করা, বৃক্ষরোপন সহ বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে পালন করেছে বাংলাদেশ স্কাউট দিবস।