পূজা উদযাপন পরিষদের সাবেক জেলা সভাপতি বাবুল কুমার ঘোষের স্মরণসভা অনুষ্ঠিত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও সার্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতি বাবুল কুমার ঘোষের ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে স্মরনসভায় পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষর সভাপতিত্বে বক্তব্য দেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর রায় গোস্বামী, নাগরিক কমিটির সদস্য সচিব মুনিরুজ্জামান মুনির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সুদর্শন ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলীপ রায়সহ অনান্যরা।
আলোচনা সভা শেষে, প্রয়াত বাবুল কুমার ঘোষের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা এবং প্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রয়াত বাবুল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান আব্দুল মান্নান সেন্টুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক আন্দোলন সংগ্রামে বলিষ্ট ভুমিকা ছিলো প্রয়াত বাবুল কুমার ঘোষের।
২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করেন এ রাজনৈতিক।