চাঁপাইনবাবগঞ্জশিবগঞ্জ
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর এলাকায় খড়ি বোঝাই একটি ট্রলিকে অপর একটি ট্রলি অতিক্রম করার সময়, মিলন আলী নামে একজনের মৃত্যু হয়েছে। মিলন আলী খড়ি বোঝাই ট্রলিটির চালক ছিলেন, তিনি ছিটকে পড়ে নিজ ট্রলির নিচেই মারা যান। নিহত মিলন কানসাট ইউনিয়নের বালুরচর এলাকার মনিরুল ইসলামের ছেলে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, বুধবার বিকালে সোনামসজিদ থেকে মিলন খড়ি বোঝাই ট্রলি নিয়ে যাওয়ার সময় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ডিগ্রী কলেজের সামনে, একই পথে যাওয়া অপর একটি ট্রলি ওভারটেক করে। এসময় দুই ট্রলির ধাক্কায়, খড়ি বোঝাই ট্রলির নিয়ন্ত্রন হারিয়ে, চালক মিলন ট্রলির নিচে চাপা পড়ে মারা যায়। অপর ট্রলির চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।