চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি ঘোষনা
সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন এ্যাড রবিউল ইসলাম রবু ও সাধারণ সম্পাদক হয়েছেন আসফাকুর রহমান রাসেল
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন এ্যাড রবিউল ইসলাম রবু ও সাধারণ সম্পাদক হয়েছেন আসফাকুর রহমান রাসেল।
রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ টাউনক্লাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন, আওয়ামী মৎসজীবীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান।
সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান রহুল আমিন। সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক ডা গোলাম রাব্বানীসহ অনান্যরা।
পরে দ্বিতীয় অধিবেশনে এ্যাডভোকেট রবিউল ইসলামকে সভাপতি ও আসফাকুর রহমান রাসেলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়।