চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ভাঙ্গন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ভাঙ্গন রোধে ভাঙ্গন এলাকারৌ নাদী অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে জিও ব্যাগ দিয়ে বানানো হচ্ছে নদীর পাড় বলে অভিযোগ উঠেছে, সরেজমিনে এলাকায় গিয়ে দেখা যায় ও এলাকা বাসীর সাথে কথা বলে জানা যায়, মহানন্দা নদীর ভাঙ্গনে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দক্ষিণ এসলামপুর ও শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের রানীবাড়ী গ্রামের প্রায় দেড় কিলোমিটার ভাঙ্গন রোধে জিও ব্যাগে বালু ভর্তি করে নদীর পাড় বানানো হচ্ছে। নদীর পাড় হতে প্রায় ১০০ গজ দূর নদী থেকেই ড্রেজার দিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। সেই বালু দিয়েই ভর্তি করা হচ্ছে জিও ব্যাগ, আর ওই জিও ব্যাগ দিয়েই বাঁধানো হচ্ছে পাড়।
এব্যাপারে উক্ত কাজের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মাসুদ বলেন, আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে কাজ করছি এখানে অবৈধ কিছু হচ্ছে না। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডর উপ-নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম বলেন, জরুরি ভিত্তিতে মহানন্দা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেতে দক্ষিণ এসলামপুর ও রানীবাড়ী গ্রামকে রক্ষার জন্য, সংশ্লিষ্ট ঠিকাদারকে ৩০০০/- হাজার জিও ব্যাগ দেয়া হয়েছে, এবং তারা নিজেরাই বালি সরবরাহ দিবেন আমরা নিদিষ্ট হারে মূল্য পরিশোধ করা হবে,।তবে কোন ক্রমেই ভাঙ্গন এলাকার নদী থেকে বালু উত্তোলন করতে যাবেনা।, এভাবে বালু উত্তোলন করলে, একদিকে যেমন, জিও ব্যাগ দিয়ে নদীর পাড় বাঁধানোর সুফল পাওয়ার সম্ভাবনা কম। অন্য দিকে তেমনি ওই এলাকা আরো ভাঙ্গনের হুমকিতে মুখে পড়বে।এব্যাপারে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব