চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা
পরিবার পরিকল্পনা, মা-শিশু ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে কিশোর-কিশোরীদের অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ:
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে একটি স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।
সভায় পরিবার পরিকল্পনা, মা-শিশুর স্বাস্থ্য এবং কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুক লাল বৈদ্য।
এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. নৌসিন ইয়াসমিন, ডা. হাসনা রওশন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শহিদুল ইসলাম।
এ আয়োজনে ৩০ জন কিশোর-কিশোরীসহ বিভিন্ন ওয়ার্ডের পরিবার কল্যাণ পরিদর্শিকা ও সহকারীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।