চাঁপাইনবাবগঞ্জে প্রতিমা ভাঙ্গচুরের অভিযোগে একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক সনাতন ধর্মাবলম্বীর বাড়ির শীতলা দেবী’র প্রতিমা ভাঙ্গচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (৯ মার্চ) দুপুর দেড়টার দিকে ঝিলিম ইউনিয়নের চানতারা জামতলা সন্যাসীতলা গ্রামে খুদু রায় নামের এক ব্যাক্তির বসতবাড়ির উঠোনে রাখা প্রতিমার মাথা ও পুরো প্রতিমার আংশিক ভাংচুর করা হয়। এ ঘটনায় খুদু রায় গত শুক্রবার(১১ মার্চ) রাতে একই গ্রামের জাহির হোসেনের ছেলে নাজিমুদ্দিন (২৬) ও পাশের শীশাতলা গ্রামের মৃত আবু’র ছেলে মো.লিয়াকতের (৫০) নামে সদর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে নাজিমুদ্দিনকে আটক করে। তাকে শনিবার (১২মার্চ) আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীকে আটকে অভিযান চলছে।
মামলার অভিযোগের বরাতে তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার উপপরিদর্শক (এসআই) রনি কুমার দাস বলেন, ঘটনায় ওই দু’জনকেই অভিযুক্ত করা হয়েছে। ঘটনাটি ও এর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিল না।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুলিশ অভিযোগ পাবার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। ভাঙ্গচুর করা প্রতিমাটি বাড়ির মন্ডপের।
জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি ডাবলু কুমার দাস বলেন, ঘটনাটি নিন্দনীয়। হিন্দু-মুসলমানসহ সকল ধর্মের মানুষ একত্রে বসবাস করে যার যার মত শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম করবে এটাই কাম্য। ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,অবিলম্বে বিষয়টি তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।