চাঁপাইনবাবগঞ্জরাজনীতির মাঠে

চাঁপাইনবাবগঞ্জে সিপিবির গনঅবস্থান কর্মসূচী পালন

টিসিবির গাড়ি ও দোকানের সংখ্যা বৃদ্ধি করে সাধারন মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপন্য পৌচ্ছে দেওয়াার দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। এ দাবিতে তারা চাঁপাইনবাবগঞ্জে শনিবার গন অবস্থান কর্মসূচী পালন করেছে। সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক ঘুরে আবারো সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। সেখানে ঘন্টাব্যাপী গন অবস্থান কর্মসূচী পালন করেন সিপিবির নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির, জেলা সিপিবির সভাপতি ইসরাইল সেন্টু, সাধারন সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আবু হাসিব, কৃষক নেতা সাইদুর রহমান সহ অনান্যরা। এসময় তারা নিত্যপন্য সবার নাগালের মধ্যে নিয়ে আসা, স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করা, শ্রমিকদের বেতন, বোনাস ও বকেয়া ঈদের আগে প্ররিশোধ করার দাবি জানান।

Related Articles

Back to top button