চাঁপাইনবাবগঞ্জ
ইমামদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমানদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি পাল।
এসময় চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান বলেন, কোরবানীর বজ্য ব্যবস্থাপনার বিষয়ে নাগরিকদের সচেতন করতে ইমান সমাজের ভুমিকা অনেক বেশি কার্যকর। আমাদের পরিবেশ পরিস্কার পরিছন্ন রাখতে সকলে মিলে কাজ করতে হবে। সবাই যদি নিজ নিজ কোরবানীর পশুর বজ্য মাটি খুড়ে পুতে ফেলে তাহলে দেখা যাবে দিনশেষে আমাদের চারপাশের পরিবেশ সুন্দর থাকবে।
অনুষ্ঠানে ৩০ জন ইমামকে ঈদ উপহার প্রদান করা হয়।