চাঁপাইনবাবগঞ্জশিবগঞ্জসংবাদ

শিবগঞ্জে তথ্য সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীদের লাঞ্ছিত ও ব্লাক মেইলের চেষ্টা

শফিকুল ইসলাম, শিবগঞ্জ

অনলাইনে জুয়া খেলার তথ্য সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের লাঞ্ছিত ও ব্লাকমেইল করার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকাল তিন টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপবাজার এলাকায়। মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজার এলাকায় ব্যাংক এশিয় এজেন্ট শাখা অফিসের পাশে জে, কে,এস আইটি ফার্মে অনলাইনে জুয়া খেলা সহ বিভিন্ন ধরনের অসামাজিক কাজ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন গণমাধ্যম কর্মী তথ্য সংগ্রহে গিয়ে নিজেদের পরিচয় দিয়ে অনুমতি সাপে্েক্ষ আই টি রুমে প্রবেশের সময় ব্যাংক এশিয়া এজেন্ট শাখার ক্যাশিয়ার মোসা: শারমিন খাতুন তার অফিস থেকে দৌঁড় দিয়ে গিয়ে গণমাধ্যম কর্মীদের ভিতরে যেতে বাধা দেয় এবং দরজা বন্ধ করে দেয়। এ সময় অশ্লীল ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকী দেয়। এ সময় তিনি ফোন করে কয়েকজননে ডেকে জটলা পাকার চেষ্টা করেন।

এ সময় প্রতিষ্ঠানের পরিচালকের ভাই ফারুক আহম্মেদ ও শিক্ষক দুরুল হক ঘটনা স্থলে এসে কথা বলেন। এ সময় মোসা: শারমিন খাতুনকে তার অশ্লীল ভাষা ও অসদাচরণ করার জন্য দু:খ প্রকাশ করতে বললেও তিনি দু:খ প্রকাশ করেননি।

উল্লেখ্য যে মোসা:শারমিন খাতুনের বিরুদ্ধে নানা কৌশলে সুবিধাভোগীদের টাকা আত্মসাতের একাাধিক অভিযোগ আছে বলে কয়েকটি সুত্রে জানা গেছে। তাছাড়া পরবর্তীতে লাইফ সাইন স্কুর এন্ড কলেজের শিক্ষক দুরল হক ঘটনাটি সমাধানের অজুহাতে একজন গণমাধ্যম কর্মীকে বন্ধু পরিচয় দিযে ফোনে কথা বলার সময় ব্লাক মেইল করার চেষ্টা করেন।

এ ব্যাপারে ব্যাংক এশিয়া এজেন্ট শাখা,জে কে এস আইটি ফার্ম ও লাইফ সাইন স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কালাম আজাদের সাথে ফোনে কথা বললে তিনি ওই ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন এবং মোসা:শারমিন খাতুনের বিরুদ্ধে সময় সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা বলে জানান। তিনি জানান তিনি ব্যাংক এশিয়ার ক্যাশিয়ার। তার আই টি বিভাগে গিয়ে গণমাধ্যম কর্মীদের বাধা দেয়া ঠিক হয়নি। তিনি আরো জানান, আমার তিনটি প্রতিষ্ঠানে কোন ধরনের অনিয়ম ,দূর্নীতি হয় না। আইটি কেন্দ্রে কোন জুয়া খেলা বা অসামাজিক কাজ হয় না। তবে দুরুল হক গণমাধ্যম কর্মীর সাথে ব্লাক মেইলের চেষ্টা করা যদি সত্যি হয় তা অবশ্যই দু:খজনক।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন বিষয়টি জরুরী ভিত্তিতে তদন্ত সাপেপ্রেয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Back to top button