চাঁপাইনবাবগঞ্জবিদ্যাঙ্গনসংগঠন সংবাদ

ঈদের পরের দিন বন্ধুদের মিললমেলা

ঈদের পরের দিন চাঁপাইনবাবগঞ্জ শহর জুড়েই ছিলো যেন বন্ধুদের আড্ডা, গল্প-গানে অবসর কাটানো। পেশাগত কারনে বাইরে থাকা মানুষ গুলো ঈদের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জে এসে কিছুটা সময়ের জন্য হলেও ফিরে গেছেন তারুণ্যের সেই মধুর দিনগুলোতে।

নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মিলন মেলা


নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট বিজ্ঞান বিভাগের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিন শহরের ওদুদ পার্কে মঙ্গলবার দিনভর এ আয়োজনে আনন্দে মেতেছিলো শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।

শিক্ষার্থীদের এমন আয়োজনে অংশ নেন শিক্ষক শরিফুল ইসলাম। তিনিও পুরনো শিক্ষার্থীদের একসাথে পেয়ে আনন্দ প্রকাশ করেন।
ব্যাস্ততার মাঝেও বন্ধুত্বের টানে ছুটে এসেছিলেন, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টারের দ্বায়িত্বে থাকা মোহাম্মদ ওবায়দুল্লাহ, এসেছিলেন মোহাম্মদ নাজমুল হুদা, মনিরুল ইসলাম নয়নসহ ফ্রেন্ড ফর এভার গ্রুপের সদস্যরা।


আয়োজকদের অন্যতম মুসফিকুর রহমান ফারুক বলেন, শিক্ষাজীবন শেষ হয়েছে সেই কবে, বন্ধুদের সাথে ফেসবুক কিংবা অনান্য মাধ্যমে কিছুটা যোগাযোগ হয়। সবাই এখন নিজ নিজ পেশাগত কাজ, পরিবার নিয়ে ব্যাস্ত। সুযোগ হয়েই উঠে না বন্ধুদের একসাথে হওয়ার। কিন্ত এমন আয়োজনের মাধ্যমে সবাই একসাথে একটা দিন কাটানো সত্যি আনন্দের।

হরিমোহন প্রাক্তণ ছাত্রসমিতির ঈদ পুনর্মিলনী

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন, হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজনে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
স্মৃতিচারণ সহ নানা আয়োজনে বয়সের ভারে প্রবীন হয়ে যাওয়া অনেকই ফিরে গেছেন স্কুলের প্রথম দিনের স্মৃতিতে। কেউ গেয়েছেন গান, কেউ আবার বলেছেন কৌতুক। যা শুনে বন্ধুরা একগাল হেসে দিয়েছেন হাত তালি। এরই মাঝে ছিলো স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।

Related Articles

Back to top button