সারা দেশ

শিবগঞ্জে বন শুকুরের হামলায় ১০ জন আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারত থেকে আসা একটি বন শুকুরের হামলায় অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী রয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, প্রায় ১২০ কেজি ওজনের শুকুরটি গ্রামে ঢুকে পড়লে তাড়া করতে গিয়ে হামলার শিকার হন গ্রামবাসী। পরে লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে শুকুরটিকে মেরে ফেলে।
শিবগঞ্জ ইউএনও মো. আজাহার আলি বলেন, বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে যাতে বন শুকুর ফসল ও মানুষের ক্ষতি না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button