সংগঠন সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট সদস্যদের ঈদ পুনর্মিলনী

জেলা স্কাউট সম্পাদক গোলাম রশিদ জানান, স্কাউট সদস্যদের স্ব-উদ্যোগেই এ আয়োজন

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস কার্যালয়ে এ আয়োজনে বুধবারের বিকালটা ছিলো আনন্দমুখর। গল্প, আড্ডা, গানে গানে মেতেছিলেন স্কাউট সদস্যরা।

জেলা স্কাউটসের কোষাধক্ষ্য আসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন।

গানে গানে শুরু হয় অনুষ্ঠান, গান পরিবেশন করেন বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালক আব্দুর রশিদ,জেলা স্কাউটস এর সংগীত শিক্ষক তন্নী বিশ্বাস, কমল আহমেদ নিয়াজ, তানিম। এরপর একে একে স্মৃতিচারণ করেন, ড. এ কে এম পারভেজ ইকবাল, মৃৎশিল্পী সৈয়দ মামুন রশিদ, ভোলাহাট উপজেলার কমিশনার তৌফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অনান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন, আসরাফুল আম্বিয়া সাগর, খসরু পারভেজ, রাকিব উদ্দিন আহমেদ, কে এম মাহফুজুর রহমান, ভোলাহাট উপজেলা সম্পাদক রাকিবুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা সম্পাদক জাহাঙ্গীর আলী, সদর উপজেলা সম্পাদক গোলাম সারওয়ার, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, হরিপুর ১ নং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, মডেলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, আতাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকসহ অনান্যরা।
জেলা স্কাউট সম্পাদক গোলাম রশিদ জানান, স্কাউট সদস্যরা স্ব-উদ্যোগে ঈদের পরে একত্রিত হওয়ার এ আয়োজনটা করেছিলেন।

Related Articles

Back to top button