চাঁপাইনবাবগঞ্জসংগঠন সংবাদসংবাদ

এইচআইভি প্রতিরোধে সচেতনমূলক সভা

ঢাকা আহসানিয়া মিশন, প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কী পপুলেশন ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের স্েম্মলন কক্ষে এইচআইভি/এইডস প্রতিরোধ কল্পে আইনজীবী, ধমীয় নেতা, আইন প্রয়োগকারী সংস্থা, সুশীল সমাজ এবং স্বাস্থ্য সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক সচেতনমুলক
সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। সিভিল সার্জন তাঁর বক্তব্যে বলেন, ঢাকা আহছানিয়া মিশন
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঝুকিপূর্ন জনগোষ্ঠীকে সফলতার সাথে সেবা প্রদান করে আসছে। তাদের এ প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরো বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় এইচআইভি/এইডস এর ঝুঁকি বেশি। তাই সরকারের প্রচেষ্টার পাশাপাশি জনসাধারনকেও সচেতন হতে হবে। কেননা সচেতনতা হচ্ছে এইচআইভির প্রতিরোধের চাবিকাঠি। তিনি সচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার জন্য ইমামদের ভুমিকা রাখার আহŸান জানান। তিনি বলেন এমএসএম ও হিজড়াদের মধ্যে এইচআইভি/এইডস ঝুঁকি হ্রাস করা এবং তাদের মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য সকলের সহায়তা প্রয়োজন।

অনুষ্ঠানে পাওয়ার অব প্রেজেন্টেশন উপস্থাপন করেন লাইট হাউস চাপাইনবাবগঞ্জ ড্রপ-ইন সেন্টার
ব্যবস্থাপক সালাহ উদ্দিন জুয়েল। এসময় উপস্থিত ছিলেন, গাইনী বিশেষজ্ঞ ডাঃ শাহনাজ, স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল শামস, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমানসহ, ইমাম, আইনজীবি, শিক্ষক ও বিভিন্ন পেশার প্রতিনিধি প্রতিনিধিরা।

Related Articles

Back to top button