চাঁপাইনবাবগঞ্জশোকসংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপররাজারামপুর কুমারপাড়ায় ও নাচোল উপজেলার কাজলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপররাজারামপুর কুমারপাড়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে আব্দুর রহমান জুনায়েদ নামের ২৭ মাসের এক শিশু ও কাজলায় লামিয়া নামে চার বছরের আরেক শিশুর মৃত্যু হয়। গতকাল শুক্রবার বিকেলে ও ভোরে এ দূরঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় শিশু জুনায়েদ। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া জুনায়েদ উপরাজারামপুর কুমার পাড়ার জহুরুল ইসলামের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, লামিয়া কাজলা গ্রামে নানা বাড়িতে থাকত। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে সবার অগোচরে খেলতে খেলতে পুকুরে পড়ে ডুবে যায়। পরে মৃত অবস্থায় ভাসতে দেখে পরিবারের লোকজন ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। মারা যাওয়া লামিয়া রাজশাহী কোর্ট এলাকার আরিফুল ইসলামের মেয়ে।

Related Articles

Back to top button