সারা দেশ
চাঁপাইনবাবগঞ্জে আর্থ আওয়ার উদযাপন
বিদ্যুৎ ব্যবহারে একটু মিতব্যয়ী ও সচতেন হই তাহলে, তা দেশের যথা পৃথিবীর জন্যই আমাদের বিনিয়োগ।
বৈশ্বিক উষ্ণতা রোধে সচেতনা বাড়াতে আর্থ আওয়ার উদযাপন করেছে স্কাউটস সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রেসক্লাবের সামনের সড়কে দাঁড়িয়ে স্কাউট সদস্যরা পথচারীসহ সবাইকে, বিদ্যুৎ ব্যবহারে মিতব্যায়ী হওয়া, পরিবেশ দূষন রোধ করা,পাবলিক প্লেস পরিছন্ন রাখতে উদ্ভুদ্ধ করেন।
স্কাউট সদস্যদের সাথে এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারি কমিশনার আশরাফুল আম্বিয়া সাগর, জেলা সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউটস লিডার খশরু পারভেজ, সদর উপজেলা স্কাউটস সম্পাদক সারোয়ার জাহানসহ অনান্যরা।
এসময় স্কাউট সদস্যরা বলেন এ পৃথিবীকে রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, বৈশি^ক উষ্ণতা রোধে কাজ করতে হবে, আমরা আমাদের বাসগৃহ, স্কুল কলেজ, কর্মস্থলে যদি বিদ্যুৎ ব্যবহারে একটু সচতেন হই তাহলে, তা দেশের যথা পৃথিবীর জন্যই আমাদের বিনিয়োগ।