চাঁপাইনবাবগঞ্জশিবগঞ্জসু খবর

৫৪ বছর বয়সে এসএসসি পাসে আলোচিত আব্দুল হান্নান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের আব্দুল হান্নান। এবার এসএসসি পাস করেছেন। ৫৪ বছরে এসে হান্নানের এমন সাফল্যে খুশি তার পরিবার ও প্রতিবেশীরা। সামাজিক যোগযোগ মাধ্যমের কল্যাণে এখন সবার কাছেই যে পরিচিত আব্দুল হান্নান।

শুক্রবার আব্দুল হান্নানের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে অনেকের জটলা, সবার মাঝে বসে আছেন তিনি। হান্নান অষ্টম শ্রেনী পর্যন্ত পড়ালেখার পর, সংসারের দ্বায়িত্ব তুলে নেন কাঁধে। এতোদিন পর এবার এসএসসি পাস করেছেন তিনি।

আব্দুল হান্নান জানান, ২০১৭-১৮ সালের দিকে এসএসসি সার্টিফিটেক ছাড়া মহুরীর কার্ডটা দিবে না, হামার একটা জেদ জাগলো হাত চলছে, লেখতে পারছি, তখন লেখ্যায় সার্টিফিটেক টা লিব, দিয়্যা তেলকুপি স্কুলে ভর্তি হই। এরপর এসএসসি দিয়্যা পাস কর‌্যাছি।

আব্দুল হান্নানের এসএসসি পাসে খুশি তার পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশিরা। শ^শুরের এসএসসি পাসের সাফল্যে খুশি তার পুত্রবধু মোসা.শিল্পী খাতুন। এলাকাবাসিও জানিয়েছেন তাদের উচ্ছাস।

আব্দুল হান্নানের এমন সাফল্যে খুশি তেলকুপি জামিলা পারভিন কারিগরি ও ভকেশনাল ইনস্টিউটের প্রধান শিক্ষক আনারুল ইসলাম। তিনি বলেন কারিগরি বোর্ডের নিয়ম অনুয়ায়ি ১২ বছরের উর্ধে যে কেউ ৯ম শ্রেনীতে ভর্তি হতে পারে, এখানে বয়সের কোন বাঁধা নেই। এ সুযোগের কারনেই এ বয়সে এসেও আব্দুল হান্নান পড়ালেখা করার সুযোগ পেয়েছে।

বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অহিদুল ইসলাম সুমন জানান, আব্দুল হান্নানের ছেলে তার স্কুলে পড়ালেখা করে, তার শিক্ষার্থীর বাবার এমন সাফল্য তাকেও গর্বিত করেছে। খুবই ভাল লেগেছে যে এতো বয়সেও তিনি পড়ালেখা করেছেন।

বিনোদপুর কলেজের শিক্ষক সফিকুল ইসলাম বলেন, লেখাপড়ার যে কোন বয়স নেই, ইচ্ছা শক্তি থাকলেই সম্ভব, তারই উদহারন এ আব্দুল হান্নান। আমরা চাইব, সে আগামীতে এইচএসসিতে ভর্তি হবে। আমরা তাকে সবধরনের সহযোগিতা করব, যাতে সে পড়ালেখা চালিয়ে যেতে পারে।

Related Articles

Back to top button