চাঁপাইনবাবগঞ্জব্যবসা বাণিজ্যসংবাদ
জেলা প্রশাসনের মতবিনিময় সভা
নিত্য প্রয়োজনীয় পন্যের সরবরাহ বিপনন ও মূল্য স্থিতিশীল রাখতে
রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পন্যের সরবরাহ বিপনন ও মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীসহ সংস্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।
বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায়, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ব্যবসায়ীদের সহযোগিতার মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান। এসময় তিনি একুশে পদক প্রাপ্ত দই বিক্রেতা জিয়াউল হকের সহযোগিতার মানসিকতার কথা উল্লেখ করেন।
মতবিনিময় সভায়, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম, চাল ব্যবসায়ী মসিউল করিম বাবুসহ মার্কেট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।