কৃষিচাঁপাইনবাবগঞ্জনাচোলসু খবর
চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানিতে খুলছে চীনের বড় বাজার, বাগান ঘুরে গেলেন চীনা রাষ্ট্রদূত

মনিরুল ইসলাম, নাচোল :
চাঁপাইনবাবগঞ্জ থেকে চীনে আম রপ্তানির খুলছে নতুন দুয়ার । দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার এসেছিলেন আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। জেলার নাচোল উপজেলার একটি রপ্তানিযোগ্য আমবাগান ঘুরে দেখেন তিনি। তার এ সফর চীনের বাজারে বাংলাদেশের সুস্বাদু আম পাঠানোর প্রক্রিয়া চুড়ান্ত করতে ভুমিকরা রাখবে, বলে আশাবাদী আম সংস্লিষ্টরা।
দুপুরে নাচোল উপজেলার কেন্দুয়া এলাকায় থাকা রফিকুল ইসলামের আম বাগান পরিদর্শনে আসেন চীনা রাষ্টদূত। এসময় তার সাথে ছিলেন, সে দেশের আমদানীকারকরাও। এসময় চীনা রাষ্টদূতসহ প্রতিনিধি দলটিকে চাঁপাইনবাবগঞ্জের রপ্তানীযোগ্য আম সম্পর্কে ধারনা দেন, কৃষি কর্মকর্তারা।
চাঁপাইনবাবগঞ্জের আম চীনের বাজারে স্থান করে নিতে পারলে দেশের কৃষি অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে এমনটায় মনে করছেন কৃষি বিভাগ ও আম উদোক্তারা।