সংগঠন সংবাদসংবাদ

শেষ হলো শিশুর উন্নয়নে দুই দিনের সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে শিশুর কল্যাণে বাধাসমূহ শনাক্তরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ণের লক্ষে আয়োজিত দুই দিনব্যাপী জনগণের সম্মেলন শেষ হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে শুরু হওয়া সম্মেলন আজ মঙ্গলবার শেষ হয়। শেষদিন প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের এরিয়া অফিস এই সম্মেলনের আয়োজন করে। সংস্থাটির রাজশাহী এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমলসহ অনান্যরা।

Related Articles

Back to top button