চাঁপাইনবাবগঞ্জে দৈনিক আমার সংবাদের এক যুগ পূর্তি উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে দৈনিক আমার সংবাদের এক যুগ পূর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে যুগপূর্তির আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, আমার সংবাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আজিজুর রহমান শিশির।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ও গম্ভিরার নানা মাহবুবুল আলম, বাসসের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ন স ম মাহবুবুর রহমান মিন্টু, আমার সংবাদের নাচোল প্রতিনিধি মনিরুল ইসলাম। বক্তরা সাংবাদিকদের নীতি নৈতিকতা মেনে সংবাদ পরিবেশেনের আহ্বান জানান এবং আমার সংবাদের সাফল্য কামনা করেন
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম। অনুষ্ঠানে আমার সংবাদের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি মেহেদি হাসান, শিবগঞ্জ প্রতিনিধি ফরহাদ আলী, গোমস্তাপুর প্রতিনিধি শহিদুল ইসলাম ও ভোলাহাট প্রতিনিধি ইসমাইল হোসেনসহ গণমাধ্যমকর্মীরা।