চাঁপাইনবাবগঞ্জসংগঠন সংবাদসংবাদ
শেষ হলো সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ শীর্ষকদুই দিনের প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও পৌর নির্বাহী কর্মকর্তাগণের অংশগ্রহণে ‘সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই কোর্সটি বৃহস্পতিবার অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্যদিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে দুই দিনের এই কোর্স অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ। এসময় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র গবেষণা কর্মকর্তা মতি আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।