চাঁপাইনবাবগঞ্জসংগঠন সংবাদসংবাদ
চাঁপাইনবাবগঞ্জে দুই লাখেরও বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় শনিবার ২ লাখ ২৮ হাজার ৪৮৫ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।
বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই তথ্য জানান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ডা. রাকিবুল ইসলাম বলেন, এবারের ক্যাম্পেইনে জেলাজুড়ে ১ হাজার ২০৪টি কেন্দ্রে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২২০ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ২৬৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলাম জীবন।