চাঁপাইনবাবগঞ্জসংগঠন সংবাদসংবাদ

চাঁপাইনবাবগঞ্জে আনন্দঘন পরিবেশে আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াড অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মত প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে
স্বাস্থ্য অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। শুক্রবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজে প্রথম আলো, স্বাস্থ্য অধিদপ্তরের যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্প ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা,চাঁপাইনবাবগঞ্জ।

বিকেল সোয়া তিনটায় কলেজের অধ্যক্ষ সৈয়দ মাযহারুল ইসলাম বেলুন উড়িয়ে উদ্বোধন করেণ স্বাস্থ্য অলিম্পয়াড,চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পর্বের। এসময় উপস্থিত ছিলেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক,বাংলাদেশ হার্ট ফাউন্ডশন,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক,সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মারুফা রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের যক্ষা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইসিডিডিআরবির প্রতিনিধি জাকির হোসন। শেষে বিভিন্ন ক্যাটাগরির ১০ জন করে ৩০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।এরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।
আয়োজনে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়,চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,এমএম হক বালিকা উচ্চ বিদ্যালয়,গ্রিনভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয় ও বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের নাচগান ও আবৃত্তি মুগ্ধ করে সবাইকে।

Related Articles

Back to top button