নওগাঁয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণ

মো. সবুজ হোসেন, নওগাঁ :
বিএনপি‘র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁয় অসহায় ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে তারেক জিয়া প্রজন্মদলের উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
এসময় বায়েজিদ হোসেন পলাশ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রতীক। তার সততা, দেশপ্রেম, ভালোবাসার নৈতিকতাকে বুকে ধারণ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, তারেক জিয়া প্রজন্মদলের আহবায়ক আব্দুল বারী হাসিবুল, সদস্য সচিব মিঠু রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন, যুগ্ম আহবায়ক রিপন হোসেন, জেলা যুবদলের অন্যতম সদস্য রাকিকুজ্জামান উজ্জল, সাবেক সহ-দপ্তর সম্পাদক তান্না জামান, সাবেক সদস্য ফরিদুল হোসেন ও রিমন, রাজশাহী মেডিকেলে কলেজ ছাত্রদল এর সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার নয়ন, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াস হোসেন, সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তুহিন, ছাত্রনেতা সনি প্রমূখ।