চাঁপাইনবাবগঞ্জ
র্যাবের অভিযানে চার কেজি হেরোইনসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরকোদালকাটি জেলে পাড়া গ্রামে অভিযান চালিয়ে চার কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ জিয়ারুল ইসলাম নামে একজনকে আটক করেছে র্যাব। শনিবার র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে আটককৃত জিয়ারুল কৃষি কাজের আড়ালে ভারত থেকে মাদক এনে তা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে সরবরাহ করত। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে।