ফুটবল উচ্ছাস : মোড়ে মোড়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজন
ফুটবল বিশ্বকাপে আনন্দ উপভোগে পিছিয়ে নেই চাঁপাইনবাবগঞ্জের দর্শকরা। খেলা দেখায় মাঠের অনুভব আনতে বড় পর্দায় একত্রিত হয়েই খেলা দেখছেন ফুটবল ভক্ত ও দর্শকরা। রাস্তার মোড়ে মোড়ে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখায় এ আয়োজন বেশ সাড়া ফেলেছে।
বিশ্বরোড মোড়ে সোমবার রাতে দেখা যায়, অনেকেই একসাথে বসে খেলা দেখছেন। দর্শক সারীতে দেখা যায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ শিকদারকেও। তিনি জানান, আসলে আমরা কে কোন দলের সাপোর্টার সেটা মুখ্য বিষয় নয়, একসাথে সবাই খেলা দেখছি এটায় এখানে মুখ্য। সবাই মিলে বড় পর্দায় খেলা দেখার মধ্যে কিছুটা হলেও মাঠে খেলা দেখার আনন্দ পাওয়া যায়।
বিশ্বরোড মোড়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজনের পেছনে ছিলেন ওই এলাকায় আবু হাসনাত সুমন, আবু সুফিয়ান সুমন, আবুল কাসেম সুইট। আবু হাসনাত সুমন জানান, একসাথে সবাই মিলে খেলা দেখার জন্যই একজনের কাছ থেকে প্রজেক্টর সংগ্রহ করে নিয়ে এসেছেন। এরপর সুইটসহ এলাকায় বেশ কয়েকজন তরুনের সহায়তায় এমন আয়োজন করা সম্ভব হয়েছে।
শুধু বিশ্বরোড মোড়েই না, পোল্লাড্ঙ্গা সহ বেশ কিছু এলাকায় বড় পর্দায় খেলা দেখতে দেখা যায় দর্শকদের। এছাড়াও চলতি পথে কিংবা চায়ের দোকানেও টিভিতে ফুটবলে বুদ হয়ে আছেন দর্শকরা।
শিক্ষক আজমাল হোসেন মামুন বলেন, ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে যে উচ্ছাস ছড়িয়ে পড়ে, তা অন্য কোন দেশে হয় কিনা আমার জানা নেই। প্রিয় দলের পতাকা তৈরী, একসাথে খেলা দেখার আয়োজন করা, এ সবই আনন্দের উপলক্ষ্য হয়ে ধরা দেয় আমাদের কাছে।