চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপি স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপি স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স শেষ হয়েছে। সোমবার সকালে নবাবগঞ্জ টাউনক্লাবে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি এ কে এম গালিভ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব উল ইসলাম। রাজশাহী জেলা শিক্ষা অফিসার ও রাজশাহী আঞ্চলিক স্কাউটসের কোষাধক্ষ্য নাসির উদ্দীন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক অলক চক্রবর্তী, আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষন) রায়হানুল আলম, চাঁপাইনবাবগঞ্জ স্কাউটসের সহ-সভাপতি মুসফিকুর রহমান, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার মাহফুজুর রহমানসহ অনান্যরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক গোলাম রশিদ জানান, দিনব্যাপি ওরিয়েন্টেশে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষক অংশ গ্রহন করেন।