চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে নারী দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। সভায় আরো বক্তব্য দেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জাগো নারী বহ্নিশিখার সভাপতি ফারুকা বেগমসহ অনান্যরা।
এদিকে আন্তজাতিক নারী দিবসে তিনজন সফল নারীকে সন্মাননা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন জাগো নারী বহ্নি শিখা। সন্মাননা পাওয়া তিনজন হলেন, মাহবুবা বেগম, মনিরা বেগম ও অর্চনা ঠাকুর। অনুষ্ঠানে বক্তব্য দেন, জাগোনারী বহ্নিশিখার সভাপতি ফারুকা বেগম, সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম,বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি ইসরাইল সেন্টুসহ অনান্যরা।
এদিকে শিবগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এদিকে নাচোলে আন্তজার্তিক নারী দিবসে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতোসহ অনান্যরা।