বিদ্যাঙ্গনসংগঠন সংবাদসংবাদ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ইবিএইউবিতে আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ১৯৭১ সালে বাঙ্গালিদের উপর পাকিস্থান হায়েনাদের অত্যাচারের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন অনেক পরিবার স্বাধীনতা যুদ্ধে তাঁদের অনেক আপনজনকে হারিয়েছে।
তিনি সকলকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, তথাকথিত কিছু ইতিহাসবিদগনের কারনে আমাদেরকে সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। আল্লাহর কৃপায় বর্তমান সরকারের উদ্যোগের কারণে বর্তমান প্রজন্ম ও পরের প্রজন্ম সঠিক ইতিহাস জানার সুযোগ পাচ্ছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়তে মহান নেতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে সহযোগিতা করি। তবেই গড়ে উঠবে সমৃদ্ধ এক বাংলাদেশ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ড. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন কৃষি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. আশরাফুল আরিফ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আইকিউএসি) ও ব্যবসা প্রশাসন অনুষদ এর ডীন ড. শামীমুল হাসান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) নুরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) শাহারিয়ার কবির, আইন বিভাগের প্রধান এসএম শহিদুল ইসলামসহ অনান্যরা।


এর আগে সকালে, সকালে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে উপাচার্যের নেতৃত্বে ইবিএইউবি পরিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

Related Articles

Back to top button