চাঁপাইনবাবগঞ্জবিদ্যাঙ্গনসংগঠন সংবাদসংবাদ

নামোরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কাউট ওন ও ইফতার মাহফিল

স্কাউটের প্রতিজ্ঞা ও আইন মেনে চলা ও নিজ নিজ জীবনে প্রতিপালন

নামোরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের ৩০ জন কাব স্কাউট সদস্য, স্কাউটের প্রতিজ্ঞা ও আইন মেনে চলা ও নিজ নিজ জীবনে প্রতিপালনের ওন গ্রহন করেন।

স্কাউট সদস্যদের ওন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিমল কুমার, জেলা স্কাউটস এর সহকারি কমিশনার আশরাফুল আম্বিয়া সাগর, সহকারি কমিশনার মারুফুল হক, জেলা সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার কে এ এম মাহফুজুর রহমান, উপজেলা কমিশনার হাসিনুর রহমান, উপজেলা সম্পাদক গোলাম সারোয়ার, নামোরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক লতিফা হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার কামাল পাশা, কাপ গ্রুপ কমিটির সদস্য হেলাল উদ্দিন, কাব লিডার রাকিব উদ্দীন আহম্মেদ, সহকারি শিক্ষক নাজলী বেগম, শরিফা খাতুনসহ অনান্যরা।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ সবাই ইফতারে অংশ নেন।

Related Articles

Back to top button