শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চৌডালা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চৌডালা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা শহরের ডা. আ, আ, ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এ টুর্ণামেন্টে চৌডালা ফুটবল একাডমি ৩-২ গোলে ভাই ভাই স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে।
শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও ১০ হাজার টাকা এবং রানার আপ দলের হাতে ট্রফি ও ৫ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন।
ফুটবল টুর্নামেন্ট উপকমিটির সভাপতি পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবুল কালাম সাহিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ। এ টুর্ণামেন্টে ১৬টি দল অংশ নেয়।