ক্রীড়াঙ্গণচাঁপাইনবাবগঞ্জবিদ্যাঙ্গনসংগঠন সংবাদসংবাদসু খবর

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ কাব মহিবুল্লাহ

চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিবুল্লাহ।

কাবিং ছাড়াও ১৮টি ইভেন্টে বৃহস্পতিবার দিনভর জেলার ৫ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিকালে প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরঁও।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ অনান্যরা।

Related Articles

Back to top button