চাঁপাইনবাবগঞ্জবিদ্যাঙ্গনসংগঠন সংবাদসংবাদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার ছাইদুল হাসান। শ্রদ্ধা জানান আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক বেবেন্দ্র নাথ উরাঁওসহ অনান্যরা।


এদিকে বঙ্গবন্ধুর জন্মদিনে কাব ও স্কাউট সদস্যদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনে দিনব্যাপি এ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক কাব ও স্কাউটস সদস্য অংশ গ্রহন করে। বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাাবগঞ্জ জেলা ও সদর উপজেলা এ প্রতিযোগিতার আয়োজন করেছিলো। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেলা স্কাউটসের কোষাধক্ষ্য আসলাম কবির, সহকারি কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, উপজেলা সম্পাদক গোলাম সারোওয়ার, উপজেলা কাব লিডার রাকিব উদ্দিন আহম্মেদ, পাঠানপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম অনুসহ অনান্যরা।


এদিকে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)তে পালিত হয়েছে ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও কৃষি এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ এর ডীন ড. মোঃ দেলোয়ার হোসেন।


এদিকে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস পালন করেছে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। এছাড়াও শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস।

Related Articles

Back to top button