স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহাতাবু জলসা অনুষ্ঠিত
স্কাউট শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ৫ দিনের স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে মহাতাবু জলসা। এতে সাংস্কৃতিক পর্বে শিক্ষকরা দলীয় সংগীত ও কবিতা আবৃত্তি করেন। এর আগে আলোচনায় অংশ নেন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-কমিশনার ও কোর্স লিডার খন্দকার শামসুদ্দীন আহমেদ, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির আখতার, সহকারি কমিশনার নূরুল ইসলাম,জেলা স্কাউটস সাধারণ সম্পাদক গোলাম রশিদসহ অনান্যরা।
এদিকে বিকালে সেশন পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। এসময় তিনি স্কাউট আইন-বিধি বিধান, শিশু অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায়,চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ দিনের এ কোর্সে, কোর্স লিডারের দ্বায়িত্ব পালন করছেন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-কমিশনার খন্দকার শামসুদ্দীন আহমেদ। আগামীকাল শনিবার সনদ প্রদানের মধ্য দিয়ে শেষ হবে এ কোর্স।
কোর্সে স্কাউটস এর বিভিন্ন আইন-বিধিবিধান জানার পাশাপাশি, দূর্যোগকালীন ঝুকি মোকাবেলাসহ দেশের যে কোন প্রয়োজনে স্কাউট সদস্যদের করনীয় নিয়ে হাতে কলমে অংশগ্রহনকারী শিক্ষকদের শিক্ষা দেওয়া হয়। যাতে তারা বিদ্যালয়ে ফিরে গিয়ে, শিক্ষার্থীদের যথাযথ ভাবে শেখানে পারেন। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষক অংশ নেন।