চাঁপাইনবাবগঞ্জবিদ্যাঙ্গন

দিয়াড় মহাবিদ্যালয়ে অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিষ্ঠানটি ১৯৮৮ সালের ৮ জুলাই মানবিক ও ব্যবসায় শাখার মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করে

দিয়াড় মহাবিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট অ্যাকাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এই কাজের উদ্বাধন করেন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
এসময় দেবীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, দিয়াড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাজেমান আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান জানান, চারতলা ভিত বিশিষ্ট অ্যাকাডেমিক ভবনটির ২য় ও ৩য় তলা নির্মাণ করা হবে। এর জন্য চুক্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ১৭ লাখ টাকা।


দিয়াড় মহাবিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা ৮নং দেবীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের পশ্চিম পার্শ্বে ছায়া ঘেরা আ¤্রকাননে মনোরম পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠানটি ১৯৮৮ সালের ৮ জুলাই মানবিক ও ব্যবসায় শাখার মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করে এবং ১৯৯৪ সালের ১ জুলাই স্বীকৃতি লাভ করে। পরে ১৯৯৬ সালের ১ মার্চ এমপিও ভুক্ত হয়।

Related Articles

Back to top button