বিদ্যাঙ্গনসংগঠন সংবাদ

ফিল্টিপাড়ায় যাত্রা শুরু করল রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ফিল্টিপাড়ায় কোল ক্ষুদ্র জাতিসত্বার পরিবারের শিক্ষার্থীদের সম্পূর্ণ ফ্রিতে শিল্পচর্চা চালু করলো রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র। শনিবার বিকেলে রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্রর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

ঝিলিম ইউপি চেয়ারম্যান লুৎফুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ফারুকুর রহমান,জেলা স্কাউটসের সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া,সম্পাদক গোলাম রশীদ, জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা ভব সুন্দর পাল কোলদের নারী নেত্রী কল্পনা মুরমু,কবি ইহান অরভিন,আনিফ রুবেদ,ইউপি সদস্য শরিয়ত আলী,সুশান্ত সাহা, সাবেক ব্যাংকার নিখিল কর্মকার,ইউপি সচিব মৃণাল কান্তি পাল, চারুশিল্পী সমর সাহা, শিক্ষক ও বাদ্যশিল্পী রাজকুমার দাস, সমাজসেবক স্বপন কুমার ঘোষ ।

স্বাগত বক্তব্য দেন রঙের ভাষা আর্ট এন্ড ডিজাইন স্কুলের পরিচালক জগন্নাথ সাহা।অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল শিক্ষক আশরাফুল ইসলাম।  বক্তারা বলেন,পিছিয়ে পড়া ক্ষুদ্রজাতিসত্তার শিশুদের এগিয়ে নেওয়ার জন্য রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র কাজ করবে।আমরা সামর্থ্য অনুযায়ী এ  শিল্প চর্চা কেন্দ্রের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। এ কেন্দ্রের পরিচালক জগন্নাথ সাহা বলেন,প্রাথমিক পর্যায়ের ১৫ জন ও মাধ্যমিক পর্যাযের ১৫ জন শিক্ষার্থীকে নিয়ে যাত্রা শুরু করবে রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র।এখানে চিত্রাঙ্কনসহ কুটির শিল্পবিষয়ক শিক্ষা দেওয়া হবে।

Related Articles

Back to top button