চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার অনুষ্ঠিত হওয়া এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক। এসময় তিনি বলেন, আজকের প্রজন্মকে আলোকিত প্রজন্ম হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে হবে। ছেলে মেয়েরা কার সাথে বন্ধুত্ব গড়ছে, বিদ্যালয়ে ঠিকমত আসছে কিনা, পড়ালেখা ঠিকমত করতে কিনা সবই বাবা-মাকে নজরে রাখতে হবে।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের স্বপ্নের সোনার বাংলা গড়ে তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন তার কারিগর তোমারা। তাই তোমাদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সফিকুল আলম ভোতা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিদ আলী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।