চাঁপাইনবাবগঞ্জবিদ্যাঙ্গনসংগঠন সংবাদসংবাদ

কাব-স্কাউট উপকরণ বিতরণ

প্রাথমিক বিদ্যালয় গুলোতে কাব স্কাউটিং কার্যক্রম সম্প্রসারনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩৫০ টি প্রাথমিক বিদ্যালয়ে কাব উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা স্কাউট ভবনে কাব উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সম্পাদক ও বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক আনওয়ার হোসেন।

এসময় তিনি বলেন, সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে প্রতিটি শিক্ষার্থীকে স্কাউটিং কার্যক্রমে যুক্ত করতে হবে। সেই লক্ষ্য পূরণে প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউটিং কার্যক্রম আরো গতিশীল করতে শিক্ষকদের ভূমিকায় মূখ্য।


অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদসহ কাব শিক্ষকরা উপস্থিত ছিলেন।


চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাথমিক বিদ্যালয় সমূহের কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্য়ায়) প্রকল্পে আওতায় বাংলাদেশ স্কাউট থেকে প্রাপ্ত কাব উপকরণ জেলার ৫ উপজেলার ৩৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরন করা হচ্ছে। বাংলাদেশ স্কাউট থেকে পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানেই কাব উপকরণ প্রদান করা হবে।

Related Articles

Back to top button