গোমস্তাপুরচাঁপাইনবাবগঞ্জশিবগঞ্জসংবাদ

একদিনে সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় সোমবার দুপুরে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো একজন।

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বহালাবাড়ি এলাকায় দুপুর আড়াইটার দিকে ট্রাক ও মোটরসাইকেলর সংষর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন, শিবগঞ্জ উপজেলার কালিনগর লক্ষীপুর এলাকার মিজানুর রহমান (৪৭) ও তার ছেলে সাগর হোসেন (১৮)
অন্যদিকে প্রায় একই সময়েই গোমস্তাপুর উপজেলার রহনপুর আড্ডা সড়কের তেতুলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক বাবর আলী (২৯) ঘটনাস্থলেই মারা যান।
এদিকে বিকাল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রাজশাহীর গোদাগাড়ি দিগ্রাম এলাকার আনসার আলীর ছেলে রাজু আহমেদ মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী একই এলাকার মোহাম্মদ নাসিরুলের ছেলে সাগর গুরতর আহত হয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল বাসার ও সদর থানার ওসি রইস উদ্দিন সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button