চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মহদিপুর সাতভাইয়াপাড়া-বাগানবাড়ি এলাকায় শনিবার দুুপুরে আগুনে পুড়ে গেছে এক ভিক্ষুকের ঘর, সহায় সম্ভল। অন্যের দানে কোন রকমে চলা বেবি খাতুনের ঘর থাকা ধান, গম ও চাল সবই ক্ষতিগ্রস্থ হয়েছে আগুনে। ভবিষ্যতের কথা ভেবে কিছু টাকাও জমিয়ে রেখেছিলেন, সেই কয়েক হাজার টাকাও পুড়ে হয়েছে ছাই।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, বেবি দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করেই কোর রকমে সংসার চালাত।আগুনে ঘর পুড়ার সাথে সাথে সে আরো নি:স্ব হয়ে গেলো।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত খাদ্যসামগ্রীসহ সহায়তা প্রদান করা হবে।