চাঁপাইনবাবগঞ্জসংগঠন সংবাদসংবাদ

গার্ল-ইন-স্কাউট ডে ক্যাম্প

কল্যাণপুর, হর্টিকালচার সেন্টারে মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজনে জেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গার্ল ইন স্কাউটের ৩০টি দল অংশ গ্রহন করে।

বাল্য বিয়ে, মাদকসহ নানা সামাজিক অসংগতি দূর করার অঙ্গিকারের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে গার্ল-ইন-স্কাউট ডে ক্যাম্প। চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যাণপুর, হর্টিকালচার সেন্টারে মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজনে জেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গার্ল ইন স্কাউটের ৩০টি দল অংশ গ্রহন করে।

এ আয়োজনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক পাপিয়া সুলতানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুসফিকুর রহমান, সহকারি কমিশনার আশরাফুল আম্মিয়া সাগর,জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউট লিডার খসুরু পারভেজ, জেলা কাব লিডার কে এ এম মাহফুজুর রহমানসহ অনান্যরা।

শিক্ষার্থীদের ব্যাক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা করেন নাচোল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক বিউটি বেগম। এ সময় উপস্থিত ছিলেন সোশ্যাল মার্কেটিং কোম্পানি রাজশাহীর সিনিয়র সেলস ম্যানেজার মুহম্মদ হাবিবুর রহমান।

গার্ল-ইন-স্কাউট এর সদস্যরা স্কাউটিং সম্পর্কে ধারনা নেওয়ার পাশাপাশি, দেশের উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করা ও বাল্য বিয়ে, মাদকসহ সামাজিক নানা অসংগতি দূর করতে ভুমিকা রাখার শপথ নেওয়ার মধ্য দিয়ে শেষ দিনব্যাপী আয়োজন।

Related Articles

Back to top button