প্রকাশিত সংবাদের প্রতিবাদ
দৈনিক সোনার দেশসহ কয়েকটি জাতীয়, স্থানীয় পত্রিকা ও অনলাইনে ‘‘ সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টের বিরুদ্ধে বছরে ৭০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ’’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ ও নিজেদের বাখ্যা দিয়েছে সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড কতৃপক্ষ।
প্রতিবাদলিপিতে পানামা পোর্ট লিংক লিমিটেড কতৃপক্ষ উল্লেখ করেছে, সম্প্রতি বেশকিছু গনমাধ্যমে বন্দরে চাঁদাবাজির যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত। বন্দরের আমদানী ও রপ্তানীর সবধরনের কার্যক্রম এখন অলনাইনের মাধ্যমেই করা হয়, এখানে নিয়মের বাইরে কারো কিছু করার নেই।
প্রতিবাদলিপিতে আরো উল্লেখ করা হয়, বন্দরের সকল কার্যক্রম সরকারি সকল নিয়মনীতির মধ্যেই পরিচালিত হয়, এখানে কেউ ইচ্ছা করলেই কারো কাছে বাড়তি অর্থ আদায় করতে পারবে না। চাঁদাবাজির যে অভিযোগ তুলা হয়েছে তারা ভিত্তিহীন, আমরা এর তীব্রপ্রতিবাদ জানাচ্ছি। আমাদের এখানেই অনান্য বন্দরের চেয়েও কম মাশুল নেয়া হয়। যদি পাথরের উদহারন দেয়, তাতেই দেখা যাবে, সরকার নির্ধারিত রেটে টন প্রতি ১২১ টাকা ৯৮ পয়সা হারে মাশুল নেয়া হচ্ছে। অনান্য বন্দরে এর চেয়ে বেশি নেয়া হয়। আমরা ট্যারিফ সিডিউল অনুযায়ী মাশুল গ্রহণ করি। আমদানীকারকরা যদি মনে করেন তাহলে আমাদের ইয়ার্ডেই লোড আনলোড কার্যক্রম চালাতে পারবেন।
প্রতিবাদকারী
বেলাল হোসেন
জেনারেল ম্যানেজার
পানামা পোর্ট লিংক লিমিটেড
সোনামসজিদ স্থলবন্দর।