সারা দেশ

পদ হারালেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের

অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্থলনের অভিযোগ

চাঁপাইনাবগঞ্জে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও প্রকাশ করা হয়েছে। রাষ্টপতির আদেশক্রমে, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন এতে স্বাক্ষর করেন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কাছে রবিবার এ সংক্রান্ত চিঠি পৌচ্ছেছে।

প্রজ্ঞাপনে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে তার পদ থেকে অপসারনের কারন হিসাবে উল্লেখ করা হয়, নাচোল উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম, স্বেচ্ছাচারিতার ও নৈতিক স্থলনজনিত অভিযোগ প্রমানিত হওয়া কথা বলা হয়েছে। সেই সাথে উল্লেখ করা হয়, উত্থাপিত অভিযোগ খন্ডনে যথেষ্ট তথ্য প্রমান উপস্থাপনে অসমর্থ হওয়ায়, উপজেলা পরিষদ আইন অনুযায়ী শান্তিযোগ্য অপরাধ হওয়ায় পদ থেকে অপসারণ করা হয়।

উল্লেখ্য,২০২১ সালের নভেম্বর মাসে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সাথে এক নারীর অন্তরঙ্গ মহুর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছিলো।

নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে পদ থেকে অপসারন সংক্রান্ত প্রজ্ঞাপনের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। তিনি বলেন, এ সংক্রান্ত চিঠি আজই পেয়েছি, তবে যিনি স্বাক্ষর করেছেন তার সাথে কথা বলতে পারেনি। তার সাথে কথা বলে পরবর্তী করনীয় নির্ধারণ করব।

Related Articles

Back to top button